
চট্টগ্রাম: চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন ১০ থেকে ১৩ অক্টোবর উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ উদ্বোধন করবেন।
রোববার বিকালে চট্টগ্রাম মুসলিম হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে আলোচনা সভায় সেতু মন্ত্রী এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এটা আমাদের একটি স্বপ্নের প্রকল্প, প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প নিয়ে যে ধোয়াশা ছিলো তা কেটে গেছে, প্রধানমন্ত্রী যা বলেন তা করেই ছাড়েন, কর্ণফুলীর তলদেশের টানেলের স্বপ্নও পূরণ হতে যাচ্ছে।
এসময় ওবায়দুল কাদের বলেন, এখন অনেক হাইব্রিড নেতা- কর্মীরা রাস্তায় গাড়ি চালানোর সময় আইন না মেনে দাপট দেখাচ্ছে, দল ক্ষমতায় না থাকলে তাদের খুঁজে পাওয়া যাবে না। এসময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলকে শক্তিশালী করার জন্য নেতা- কর্মীদের প্রতি আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নিমূর্লের চেষ্টা করে রাজনীতিতে কলংকজনক অধ্যায় সৃষ্টি করেছে বিএনপি, তাদের এই কলঙ্ক কখনো মোছা যাবে না।
‘২১ আগস্টকে বিছিন্ন ঘটনা ভাববেন না, এটা ১৫ আগস্টের হত্যাতাণ্ডের ধারাবাহিকতা, সেদিন বিদেশ ছিলেন বলে বঙ্গবন্ধু কন্যা বেঁচে গিয়েছিলেন, ২১আগস্ট তাই আবারো চেষ্টা করা হয়েছিলো জননেত্রী শেখ হাসিনাকে শেষ করার জন্য, উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, এখন সবাই নেতা, সভাপতি সেক্রেটারির খবর থাকে না, পোস্টারে নিজদের ছবি বড় করে দিয়ে বঙ্গবন্ধুর ছবি দেয়া হয় ছোট করে, এসব বন্ধ করতে হবে, পোস্টারে জনপ্রিয়তাও বৃদ্ধি করে না, ভোটও এনে দেয় না।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপত্বে অনুষ্ঠিত এই সভায় শামসুল হক চৌধুরী এমপি, মুস্তাফিজুর রহমান এমপি বক্তব্য রাখেন।
প্রতিবেদন- সালেহ নোমান, সম্পাদনা- জাহিদুল ইসলাম