
ঢাকা: মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের বীর উত্তমের ফাঁসি কার্যকরের ৪০তম বছর হচ্ছে বৃহস্পতিবার। ১৯৭৬ সালের এই দিনে ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দিনটিকে কেন্দ্র করে নানা কর্মসূচির আয়োজন করেছে জাসদ।
সাবেক এই সেনা কর্মকর্তা আবু তাহের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজনীতির অনুসারী ছিলেন। ১৯৭৬ সালের ১৭ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামরিক ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২১ জুলাই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মুক্তিযুদ্ধের সময়ে আবু তাহের পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে দেরাদুনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। এরপর তিনি দেশে এসে টাঙ্গাইল ও ময়মনসিংহে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেন। যুদ্ধে তিনি একটি পা হারান।
দিনটিকে কেন্দ্র করে ‘কর্নেল তাহের সংসদ’র পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে সরকারের প্রতি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাহের দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন সহ সকল নির্দেশনা বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের বাণী, জাতীয় পতাকা অর্ধনমিত করা সহ সরকারীভাবে শোক পালন, তাহের স্মরণে ডাক টিকেট প্রকাশ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজপথ কর্নেল তাহেরের নামে অংকিত করা সহ শহীদ আবু তাহেরকে সম্মানিত করার যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।
তাহেরের ফাঁসীর ৪০তম বার্ষিকী স্মরণে ‘কর্নেল তাহের সংসদ’ বৃহস্পতিবার সকালে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে শহীদ আবু তাহেরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করবে।
দিবসটি উপলক্ষে জাসদের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি হাসানুল হক ইনু। এদিকে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের সেক্টর কমান্ডার তাহেরের খুনি জিয়াউর রহমানের মরনোত্তর ফাঁসির দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসজি