Wednesday, July 6th, 2022
কর্মক্ষেত্রে সংবিধানের চর্চা নৈতিক দায়িত্ব: ইনু
August 1st, 2016 at 10:39 pm
কর্মক্ষেত্রে সংবিধানের চর্চা নৈতিক দায়িত্ব: ইনু

ঢাকা: কর্মক্ষেত্রে সংবিধানের চর্চার মাধ্যমে বাংলাদেশকে তার নিজস্ব পথে এগিয়ে নেয়া প্রজাতন্ত্রের কর্মচারিদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার বিকেলে রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন আয়োজিত প্রয়াত সিনিয়র সচিব ও জননন্দিত লেখক ড. রণজিৎ কুমার বিশ্বাসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্য ক্যাডারের এক অনন্য প্রতিভা, সৎ, ন্যায়পরায়ণ, প্রাজ্ঞ ও বিনয়ী অথচ নীতির প্রশ্নে আপোষহীন ড. রণজিৎ কুমার বিশ্বাস গত ২৩ জুন ৬০ বছর বয়সে চট্টগ্রাম সার্কিট হাউসে হৃদরোগে মৃতুবরণ করেন। সভায় তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সকলে।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রয়াত ড. রণজিৎ ছিলেন একাধারে একজন কর্মবীর সিনিয়র সচিব, সুলেখক, সুবক্তা এবং খাঁটি বাঙালি। জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সুশাসন ও সমৃদ্ধি অর্জনের যে তিন যুদ্ধের ভেতরে আমরা রয়েছি, সেই যুদ্ধে ড. রণজিৎ ছিলেন আমাদের সহযোদ্ধা। তিনি প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে সংবিধানের প্রতি নিখাদ আনুগত্য ও তার চর্চার মাধ্যমে এ যুদ্ধে আমৃত্যু ভূমিকা রেখেছেন। তার এ ভূমিকা অনুসরণীয় হয়ে রয়েছে। তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।’

বিশেষ অতিথির বক্তৃতায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ড. রণজিৎ কুমার বিশ্বাসের বাংলা ভাষায় অপার দক্ষতা, মানবপ্রেম ও শিল্পসাহিত্যের প্রতি অনুরাগের কথা তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা জানান।

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপিতিত্বে সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমদ, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ড. রণজিৎ কুমার বিশ্বাসের সহধর্মিণী শেলী সেনগুপ্তা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাবেক প্রধান তথ্য অফিসার অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব এ এফ এম নুরুস সাফা চৌধুরী, এ এইচ এম আবদুল্লাহ, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন প্রয়াত সর্বজনশ্রদ্ধেয় ড. রণজিৎ কুমার বিশ্বাসের বিনয়ী অথচ কঠোর সততাপরায়ণ সৃষ্টিশীল কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।

নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার