
ঢাকা: সাধারণ বীমা করপোরেশনের ২৫০ কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেয়ার আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বীমা করপোরেশনের পক্ষে করা আবেদন খারিজ করে এই রায় দেয়া হয়।
রোববার আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী আদালতের রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে কর্মচারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী ও সুলতানা ফৌজি আসলাম।
২০১১ সালে ঢাকার শ্রম আদালতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া নুরুন নাহা ও এম এম আলমসহ ২৫০ জন স্থায়ী নিয়োগের দাবিতে মামলা করেন। ২০০৬ সালের শ্রম আইনের ২১৩ ধারা অনুযায়ী এ মামলা করা হয়। মামলার শুনানি নিয়ে ২০১৪ সালের ৪ মে শ্রম আদালত। এই কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ দেয়ার নির্দেশ দেন। শ্রম আদালতের এই রায়ের বিরুদ্ধে সাধারণ বীমা কর্তৃপক্ষ শ্রম আপিল আদালতে আবেদন করেন।
২০১৫ সালের ২৭ জানুয়ারি শ্রম আপিল আদালত কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ দেয়ার আদেশ বহাল রাখেন। আবারো সাধারণ বীমা করপোরেশন শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২৫০ কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেয়ার নির্দেশ বহাল রাখেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসজি/জাই