
ঢাকা: অবশেষে পুলিশ সদর দফতরে নিজ কর্মস্থলে ফিরে এসেছেন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার দুপুর সোয়া ১টার দিকে তিনি পুলিশ সদর দফতরে প্রবেশ করেন।
সেখানে পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেন এসপি বাবুল। তবে তিনি কাজে যোগ দিয়েছেন কিনা সে ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, দুপুরে বাবুল আক্তার পুলিশ সদর দফতরে এসেছিলেন।
পুলিশ সদর দফতরের প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবল জানান, বেলা সোয়া দুইটার দিকে এসপি বাবুল আক্তার পায়ে হেঁটে পুলিশ সদর দফতর থেকে বের হয়ে যান।
স্ত্রী মাহমুদা আক্তার মিতু খুন হওয়ার পর গত ২৪ জুন রাতে এসপি বাবুলকে পুলিশ সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ১৬ ঘণ্টা পর তিনি বনশ্রীতে তার শ্বশুরের বাসায় ফিরে যান। এরপর টানা ৩৮ দিন কর্মস্থলে যাননি বাবুল আক্তার।
মিতু হত্যার আগেই চট্টগ্রামে থেকে তাকে বদলি করে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়।
গত ৫ জুন সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাবুল আক্তার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই