
ঢাকা: সারা দেশে অনুষ্ঠিত আয়কর মেলা থেকে রেকর্ড পরিমাণ কর আদায় হয়েছে। এবার মেলা থেকে ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকার আয়কর আদায় হয়েছে। যা গত বছরের চেয়ে ৯৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার ৯৯৩ টাকা বেশি।
গত বছর মেলা থেকে ২ হাজার ৩৫ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৮১৮ টাকার রাজস্ব আদায় হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে রোববার মেলার শেষ দিনেও ছিল করদাতাদের ব্যাপক ভিড়। তাদের মধ্যে উৎসাহও ছিল ব্যাপক। দেশের সবচেয়ে বড় কর মেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে। মেলা শেষ হওয়ার নির্ধারিত সময় বিকেল পাঁচটার পরও কয়েক শ করদাতা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলার বুথগুলোতে রিটার্ন জমা নিয়েছেন কর কর্মকর্তারা। এ ছাড়া সারা দিনই মেলায় করদাতাদের বেশ সমাগম ছিল।
এবারের মেলায় সর্বমোট ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন করদাতা তাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। গত বছর মেলায় রিটার্ন জমা পড়েছিল ১ লাখ ৬১ হাজার ৬০টি। এ বছরের মেলায় কর-সংক্রান্ত সেবা নিয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন। গত বছর এই সংখ্যা ছিল ৭ লাখ ৫৭ হাজার ৭৫৪ জন।
সোমবার শেষ দিনে ৪৪ হাজার ৬০৪ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এতে রাজস্ব পাওয়া গেছে ৪০১ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৩৫৪ টাকার। এই এক দিনে মেলায় এসেছেন ১ লাখ ৫৭ হাজার ৭৭৯ জন।
এদিকে সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আয়কর মেলা ২০১৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মাহবুব আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সফল মেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর অঞ্চল এবং স্টেকহোল্ডার প্রতিষ্ঠানকে সনদপত্র দেয়া হয়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যে এবারের আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলার নতুনত্ব ছিলো, অনলাইনে আয়কর জমা ও বিবরণী দাখিল। মেলায় এসে করদাতারা প্রথমবারের মতো অনলাইনে আয়কর জমা ও বিবরণী দাখিল করেন। মেলা গত কয়েক বছর ধরে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হলেও এবার নবেম্বরের প্রথম সপ্তাহে আয়কর মেলা অনুষ্ঠিত হলো।
প্রতিবেদক: রিজাউল: সম্পাদনা: জাহিদ