
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও পার্শ্ববর্তী অঞ্চল ভারতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আর তাই বুধবার কলকাতায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে, আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে বাংলাদেশের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ঘোষণা দেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০ টি পূর্ণ করে আগামী ৬ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক না করতেও আহ্বান জানান তিনি।
এদিকে আজ বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদুল ফিতর উদযাপন করছে। গতকাল সেখানে শাওয়ালের চাঁদ দেখা গেছে।
সূত্র : জি নিউজ
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে আর