
ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মনি। দেশের গণ্ডী পেড়িয়ে এবার মাতাচ্ছেন কলকাতা। যৌথ প্রযোজনার ‘রক্ত’ চলচ্চিত্রে অ্যাকশন লেডি লুকে দেখা যাবে তাকে। মঙ্গলবার থেকে কলকাতার হাওড়া নদীতে একটি জাহাজে শুরু হয়েছে পরীর অ্যাকশন মিশন।
প্রথম যৌথ প্রযোজনার ছবিতে এমন অ্যাকশন লেডি চরিত্রে অভিনয় সম্পর্কে পরী নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘কলকাতার হাওড়া নদীতে একটি জাহাজে শুরু করেছি আমার অ্যাকশন মিশন। এখানে ৪০ ডিগ্রি তাপমাত্রা। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। সেখানে আগুনের উত্তাপের মধ্যেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি। এরই মধ্যে শরীরের কয়েক জায়গায় জখম হয়েছে। শুটিং এর সময় আঘাত না বুঝলেও রাতে ঘুমানোর সময় ঠিকই টের পাচ্ছি। তবে কাজকে এনজয় করতে পারছি। কারণ ঢাকাতেই এসব বিষয়ে প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলেছিলাম।’
তিনি আরো বলেন, ‘আমার এই সব পরিশ্রম সার্থক হবে যদি দর্শককে ভালো একটি সিনেমা উপহার দিতে পারি।’
পরী আরো যোগ করে বলেন, শুটিং এত সহজ না। সিনেমার শুটিং নিজের চোখে না দেখলে অনেকে বুঝতেই পারবেন না কাজটা কত কঠিন। দূর থেকে অনেক কিছুই ভাবা যায়।’
‘জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমার পরিচালনা করার কথা ছিল মালেক আফসারীর। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বনিবনা না হওয়ায় সিনেমার পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। সিনেমার কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহীর বাবু এবং পেলে ভট্টাচার্য। সিনেমার সংগীত পরিচালনা করবেন আকাশ এবং স্যাভি।
এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়ক রোশানের। এ ছাড়াও অভিনয় করছেন অমিত হাসান।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই