
ঢাকা: দেশের সীমানা পেরিয়ে এবার কলকাতায় শুক্রবার মুক্তি পেল ঢালিউড কিং খান শাকিবের ‘শিকারি’। শুধু কলকাতা নয় কানাডাতেও মুক্তি দেয়া হয়েছে ‘শিকারি’। কানাডার থিয়েটার চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ পৃথিবীর অন্যতম বড় একটি সিনেমা থিয়েটার প্লাটফর্ম। আর সেখানেই আগস্ট মাসের তালিকায় একমাত্র বাংলা ভাষার ছবি হিসেবে দেখানো হবে ‘শিকারি’।
পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ফিল্মসের কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব প্রায় দুই বছর চেষ্টার পর ‘অস্তিত্ব’র মাধ্যমে কানাডার টরন্টোতে বাংলা ছবির বাণিজ্যিক মুক্তির পথ সুগম করেছেন। এরই ধারাবাহিকতায় এবার দেখানো হবে ‘শিকারি’।
দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ ইতিমধ্যে দেশের দর্শকের মন জয় করেছে। ব্যবসায়িকভাবেও সাফল্য পেয়েছে এটি। জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জীর পরিচালনায় এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
‘শিকারি’র মাধ্যমে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধে ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে আছেন সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও রাহুল দেব।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই