
ডেস্কঃ যেখানে সেখানে কলার খোসা পড়ে থাকা দেখে দেখে অভ্যস্ত আমরা। পা পিছলে চোট পাওয়ার অভিজ্ঞতাও রয়েছে অনেকের। ভুক্তভোগীদের মাঝে কেউ কেউ আবার অন্যের ভোগান্তি কমাতে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে স্থানান্তরও করে আসেন। কে জানে, কলার খোসার গুরুত্ব জানলে হয়তো ময়লার ঝুড়ি থেকে উঠিয়ে এনেও ব্যবহার শুরু করে দেবেন অনেকে! চলুন তবে জেনে নেয়া যাক, ছাগলের খাদ্য হয়ে ওঠা ছাড়াও কলার খোসার কয়েকটি অপ্রচলিত ব্যবহার।
দাঁতের যত্নে
দাঁতের হলদেটে ভাব দূর হচ্ছে না? হরেক টুথপেস্টের ভুয়া বিজ্ঞাপনে অতিষ্ঠ? তাহলে যে কলাটি সকালের নাস্তায় খাচ্ছেন, তার খোসার ভেতরের শাদা অংশ দিয়ে ভালোভাবে ঘষে নিন আপনার দাঁত ও মাড়ি। দুই সপ্তাহ নিয়মিত পুনরাবৃত্তি করে যান, নিজের দাঁতের ঝলকে নিজেই চমকে উঠবেন!
ব্রন বা আঁচিল দূরীকরণে
ব্রন ও আঁচিল যদিদীর্ঘদিন যাবৎ আপনার অস্বস্তির কারণ হয়ে থাকে, তাহলে রাতে ঘুমানোর আগে কলার খোসার একটি ছোট অংশ দিয়ে ঢেকে ফেলুন চামড়ার আক্রান্ত অংশ, টেপ অথবা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন। প্রতি রাতে একই কাজ করতে থাকুন, যতদিন না পর্যন্ত ব্রন বা আঁচিল তল্পিতল্পা গুটিয়ে পালায়!
বলিরেখার বিপরীতে
চেহারায় বয়সের ছাপ পড়ছে? কুঁচকে যাচ্ছে ত্বক? কলার খোসার ভেতরের অংশ দিয়ে ভালোভাবে ঘষে নিন আপনার চেহারা। আধাঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ। বলিরেখা দূর হয়ে চেহারায় আসবে তারুণ্যের ছাপ।
নিউজনেক্সটবিডিডটকম/এসকে/টিএস