
ঢাকা: রাজধানীর কল্যাণপুরে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার ৩০টি স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর চালানো ‘অপারেশন স্ট্রম ২৬’ এ নয় জঙ্গি নিহত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। হলি ক্রিসেন্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক এস আহম্মেদ খান সাইফুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে তাকে ফোন করলে তিনি সকালে স্কুলে ছুটে আসেন। এরপর এলাকার অন্য স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে নিরাপত্তাজনিত কারণে সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।
এর আগে সোমবার দিবাগত রাত একটার কিছু পর রাজধানীর কল্যাণপুরের পাঁচ নম্বর রোডের জাহাজ বিল্ডিং নামের পাঁচ তলা বাড়িটিতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে পুলিশ। সে সময় বাড়ির তিনতলা পর্যন্ত ওঠার পর পাঁচতলা থেকে দুই যুবক নেমে এসে গুলি চালালে এক পুলিশ কর্মকর্তার হাতে গুলি লাগে। একই সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেলও নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালালে হাসান নামে এক জঙ্গি আহত হয়। রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলে। পরে পুরো এলাকাটি ঘিরে রেখে ভোরে সোয়াত, পুলিশ, র্যাব ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে।
পরে মঙ্গলবার সকাল সাতটায় ‘স্টর্ম-টোয়েন্টি সিক্স’ নামের ওই অভিযান শেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান জানান, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে নয় জঙ্গি নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ এক জঙ্গিসহ দুই জনকে আটক করে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ