
চট্টগ্রাম: রাজধানীর কল্যাণপুরে পুলিশের সাথে সংঘর্ষে নিহত নয় জঙ্গির একজন সাব্বিরুল হক অনিকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নে বলে ধারণা করা হচ্ছে। গত ছয়মাস ধরে নিখোঁজ সাব্বিরুল চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের শিক্ষার্থী ছিলো বলে পরিবারের উদ্বৃতি দিয়ে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ এমরান হোসেন জানিয়েছেন, এলাকাবাসীরা ছবি দেখে নিহত জঙ্গিকে সনাক্ত করার পর তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, পরিবারকে আনুষ্ঠানিকভাবে তার লাশ সনাক্তের জন্য বলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এমরান হোসেন আরো জানান, ছয়মাস ধরে নিখোঁজ থাকলেও পরিবার কেন থানায় জিডি করেনি সেটা নিয়েও বিশেষভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে। সবকিছু স্পষ্ট হলেই পুলিশের পক্ষ থেকে এই ব্যাপারে জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ হোসেন জানিয়েছেন, নিহত জঙ্গি সাব্বিরুল ইসলামের বাড়ি বরুমছড়া এবং তার বাবার নাম আজিজুল ইসলাম, এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনিকের বাবা আজিজুল ইসলাম সাবেক আওয়ামীলীগ নেতা, বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা। মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরের একটি বাড়িতে পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয়। তাদেরই একজন সাব্বিরুল।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এমএস/এসআই