
ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লোকমান হোসেন (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিনগত রাত পৌনে তিনটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মীরপুকুরপাড় নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, গভীর রাতে মহাসড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল লোকমান ও তার দল। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ডাকাত লোকমান ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, এসময় কসবা থানায় কর্মরত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানায়নি ওসি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ/জাই