
স্পোর্টস রিপোর্টার, ভারত (শিলিগুঁড়ি) থেকে: টানা দুই ম্যাচ হেরে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের চতুর্থ আসর থেকে বিদায় ঘন্টা বেজে গেছে আফগানিস্তানের। ভারতের কাছে ৫-১ আর বাংলাদেশের বিরুদ্ধে ৬-০ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ফুটবলারদের।
শিষ্যদের এমন বাজে দিন হয়তো কখনোই আশা করেননি আমেরিকান কোচ লিন্ডসে ক্যালি অ্যান। তাই সংবাদ সম্মেলনে হাজির হয়েই কাঁদেন ৩৫ বছর বয়সী এ কোচ।
দু’চোখ বেয়ে তার অঝোর ধারায় ঝড়তে থাকে পানি। কথা বলতে পারছিলেন না। কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল বারবার। নিজের অশ্রু লুকাতে পারেননি আমেরিকান জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়। নিজেকে সংবরন করতে না পারা ক্যালি অ্যান বলেন, ‘আমার মেয়েরা ওদের হৃদয় দিয়ে খেলেছে। এভাবে হারবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। আসলে ওদের কোনো দোষ নেই। প্রতিপক্ষ হিসেবে তারা (ভারত ও বাংলাদেশ) খুব ভালো। দু’টি দলই খুব ধারালো ও দুর্দান্ত ফুটবল খেলেছে। যোগ্য দল হিসেবেই জিতেছে বাংলাদেশ।’
এ বছরই দক্ষিণ এশিয়ায় নিজের দল নিয়ে প্রথমবার সফরে আসেন ক্যালি অ্যান। সাউথ এশিয়ার দলগুলোকে ভালোই লেগেছে তার। তবে দলের চেয়ে অনেক ফুটবলারই তার মন কেড়ে নিয়েছে। বিশেষ করে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করে তিনি বলেন, ‘সাবিনা সত্যিই দারুন একজন ফুটবলার। ওর ফিনিসিং অনেক ভালো ছিল। যে ক’টা সুযোগ পেয়েছে, তার সবগুলোই কাজে লাগিয়েছে। স্বপ্নাও ভালো একজন ফুটবলার। বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন।’
সম্পাদনা: জাহিদ