
ডেস্ক: হিলারি অথবা ট্রাম্প কাউকেই ভোট দেননি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এর আগে বুশ হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন এমন একটি খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফরচুন ম্যাগাজিন জানিয়েছে, উপস্থাপক রবার্ট লিমবাঘ এই খবরটি প্রথম প্রকাশ করেন। তারপর বিভিন্ন সংবাদমাধ্যম এ নজিরবিহীন ঘটনাটির খবর প্রচার শুরু করলে বুশ পরিবারের মুখপাত্র বিষয়টি খোলাসা করে বিবৃতি পাঠান।
লিমবাঘের দাবি, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভাই জেব বুশ মনোনয়ন না পাওয়ায় হয়তো দলের ওপর অভিমান করে ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিয়েছেন বুশ।
রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার লড়াই করেন ফ্লোরিডা রাজ্যের সাবেক গভর্নর জেব বুশ। তবে গত ফেব্রুয়ারিতে তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন। এরপরই মূলতঃ বুশ পরিবার নির্বাচনের আয়োজন থেকে নিজেদের বিরত রাখা শুরু করে।
পরে অবশ্য এ পুরো ব্যাপারটিকেই বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন বুশ পরিবারের মুখপাত্র মুখপাত্র ফ্রেডডি ফোর্ড।
রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করলেও দলটির সাবেক প্রার্থী ও প্রেসিডেন্টদের সমর্থন পাননি ট্রাম্প। এদের মধ্যে রয়েছেন, জর্জ বুশের বাবা জর্জ এইচ.ডব্লিউ বুশ, মিট রমনি ও জন ম্যাককেইন।
একমাত্র রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বব ডল সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। তিনি ১৯৯৬ সালে রিপাবলিকান টিকিট পেয়ে হেরেছিলেন নির্বাচনে।
ম্যাককেইন শুরুতে ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু নারীদের নিয়ে ট্রাম্পের অবমাননাকর বক্তব্য প্রকাশের পর সমর্থন প্রত্যাহার করেন।
বুশ পরিবার ছাড়াও প্রাইমারি থেকে বাদ পড়া সাউথ ক্যারোলিনার সিনেটর লিডসে গ্রাহামও ভোট দেননি ট্রাম্পকে। তিনি টুইটারে নিজেই জানিয়েছেন ট্রাম্প নয়, ভোট দিয়েছেন থার্ট পার্টির ইভান ম্যাককুলিনকে।
গ্রন্থনা: জাবেদ, সম্পাদনা: প্রণব