কাওয়ালি শিল্পীকে গুলি করে হত্যা

করাচি: পাকিস্তানের করাচিতে বুধবার বিকেলে প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, করাচির লিয়াকতাবাদ এলাকায় শিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলি করে অজ্ঞাত আততায়ী।
অতিরিক্ত ইন্সপেকটর জেনারেল মুশতাক মেহার জানান, মোটর সাইকেলে করে আসা দুজন ব্যক্তি ৪৫ বছর বয়সি আমজাদ সাবরির গাড়ি লক্ষ্য করে গুলি করে। তিনি ঘটনাটিকে ‘টার্গেট কিলিং’ বলে উল্লেখ করেন। তবে এর উদ্দেশ্য এখনও অজ্ঞাত বলে জানান তিনি।
২০১৪ সালে ইসলামাবাদের হাইকোর্ট ব্লাসফেমি আইনে আমজাদ সাবরির বিরুদ্ধে নোটিশ জারি করে। তিনি কাওয়ালিতে ধর্মীয় ব্যক্তিদের নাম উল্লেখ করে তাদের অবমাননা করেছেন বলে অভিযোগ করা হয়। সূত্র: ডন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই