
ডেস্ক: কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খান’র ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই পাকিস্তানী গায়ক পৃথিবীর শ্রেষ্ঠ সূফি শিল্পীদের মধ্যে অন্যতম ও সদা অগ্রগণ্য।
১৯৪৮ সালের ১৩ অক্টোবর, পাকিস্তানের ফয়সালাবাদে তিনি জন্মগ্রহণ করেন। লোকমুখে তিনি ‘শাহেনশাহ-এ-কাওয়ালি’ হিসেবেই বেশি পরিচিত। কাওয়ালি শিল্পী হিসেবে তিনি ১২৫ টি অডিও অ্যালবাম প্রকাশের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়েন। সঙ্গীতের যাত্রায় দেশ ও বিদেশের বহু আসর মাতিয়েছেন তিনি জীবদ্দশায়।
সঙ্গীত জগতে অবদানের স্বীকৃতি স্বরূপ পাকিস্তান সরকার ১৯৮৭ সালে তাকে ‘প্রাইড অফ পার্ফর্মেন্স’ পদকে ভূষিত করে। মৃত্যুর দুই বছর পূর্বে, ১৯৯৫ সালে তিনি সম্মানজনক ‘ইউনেস্কো সঙ্গীত পুরষ্কার’ লাভ করেন। তিনি সাধারণত উর্দু, হিন্দি, পাঞ্জাবি, ইরানি ও ব্রজভাষায় গান করতেন। তার গাওয়া বিখ্যাত গানগুলোর মধ্যে পিয়া রে, আল্লাহু, আফরিন আফরিন, ্কিতনা সোহনা ত্যায়নু, সানু এক পাল, তেরে বিন নেহি লাগদা ইত্যাদি অন্যতম।
১৯৯৭ সালের ১৬ অগাস্ট, লন্ডনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
প্রতিবেদন- এস. কে. সিদ্দিকী