Tuesday, August 9th, 2016
কাজলকে পছন্দ করতেন না শাহরুখ!
August 9th, 2016 at 10:23 am
কাজলকে পছন্দ করতেন না শাহরুখ!

বিনোদন ডেস্ক: বলিউডে শাহরুখ খান আর কাজলকে বলা হয় সর্বকালের সেরা রোমান্টিক জুটি। একাধিক হিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান ও কাজল। অথচ দুজনের প্রথম দেখার পর কাজলকে খুব একটা পছন্দ হয়নি শাহরুখ-এর। এমনকি আমির খানকেও তিনি কাজল-এর সঙ্গে কাজ না করার পরামর্শ দিয়েছিলেন!

SRK-Baazigar

বাজিগর ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। শাহরুখ বলেন, ছবিটি করার সময় কাজলের অভিনয় দক্ষতা সম্বন্ধে জানার জন্য তাকে ফোন করেন আমির খান।

তখন আমিরকে কিং খান জানিয়েছিলেন, কাজল মোটেই ভালো অভিনেত্রী নন। তার কোনও ফোকাস নেই। আমির তার সঙ্গে একেবারেই কাজ করতে পারবেন না। তবে সেই দিন বিকালেই নাকি কাজলের প্রতি ধারণা একেবারেই ভেঙে যায় তার। নিজের ভুল শুধরে নিয়ে সঙ্গে সঙ্গে আমিরকে ফোন করে তিনি বলেন, অনস্ক্রিনে ম্যাজিকাল পারফরম্যান্স দিয়েছেন কাজল।

এইভাবেই কাজলের সঙ্গে আলাপ হয় শাহরুখের। তবে বন্ধুত্ব হতে একটু সময় লাগে। বাজিগরের সেট থেকেই বন্ধুত্ব হয় তাদের মধ্যে। সেটে কাজলকে বেশি কথা বলতে দেখে রেগে যান শাহরুখ। তাকে চিৎকার করে চুপ করতে বলেন তিনি। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্বের।

DDLJ

পর্দায় বন্ধুত্বের পাশাপাশি পর্দার বাহিরেও দু’জনের মধ্যে বন্ধুত্ব একবারে চোখে পড়ার মতো। কাজলের অভিনয় অনুপ্রেরণা দেয় কিং খানের মেয়ে সুহানাকে।

শাহরুখ জানান, একজন সৎ অভিনেত্রী হলেন কাজল। তার মেয়ে বড় হয়ে অভিনয় করতে চায়। কাজলের অভিনয় অনুপ্রেরণা জাগায় তাকে। আসলে পর্দার কাজলের সঙ্গে বাস্তবের কাজলের নাকি কোনও মিল নেই।

‘বাজিগর’ ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ‘কুছ কুছ হোতা হ্যাঁয়’ ‘কাভি খুশি কাভি গাম’ ‘মাই নেম ইজ খান’ সিনেমাগুলোতে পর্দা কাঁপানো এই দুই তারকা সর্বশেষ একসাথে কাজ করেন রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমাতে। ভক্তরা অপেক্ষায় আছে আবার কবে রুপালী পর্দায় একসাথে দেখা যাবে তাদের।

নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ

 


সর্বশেষ

আরও খবর

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি


করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া

করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া


ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক

ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক