কাজীপুরের চার জুয়াড়ী কারাগারে

সিরাজগঞ্জ: কাজীপুর থানা পুলিশ চার জুয়াড়ীকে আটক করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার কুনকুনিয়া গ্রামের ভু্ট্টু মিয়ার বাড়ির পাশ থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- উপজেলার শিমুলদাইড় গ্রামের মৃত ছলেম উদ্দিন আকন্দের পু্ত্র সোবহান (৬০) কুনকুনিয়া গ্রামের মৃত রুস্তম আলীর পু্ত্র শহিদুল ইসলাম (৪২), মৃত গোলাম হোসেনের পু্ত্র আজিজার রহমান (৫০) ও আকবর মন্ডলের পু্ত্র আব্দুল কাদের (৩৫)।
কাজী থানার উপ-পরিদর্শক (এআই) পিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা তাস দ্বারা টাকার বিনিময়ে প্রকাশ্যে দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে আসছিল। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিযে তাদের আটক করা হয়।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: রেইন