
সানাউল কবির, ঢাকা: ফুটবল আসক্তি বিশ্বব্যাপী। বাংলাদেশেও একসময় এর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আবাহনী-মোহামেডান খেলা নিয়ে ক্রীড়াপ্রেমীদের মাত্রাতিরিক্ত মাতামাতি ছিল নিয়মিত ঘটনা। কিন্তু জাতীয় ফুটবল দলের নিয়মনিষ্ঠ ব্যর্থতায় সে উত্তেজনায় ভাটা পড়ে গেছে।
এমনকি, মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের খেলায় তাজাকিস্তানের বিরুদ্ধে ১-০ গোল ব্যবধানের পরাজয় ঠেকাতে পারলেন না লোডভিক ডি ক্রুইফও। এর আগের ম্যাচে তাজাকিস্তানের দেয়া পাঁচটি গোল হজম করে এবার শুধু ব্যবধানটাই কমাতে পেরেছে বাংলাদেশ।
আসন্ন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরাজিত হলে আগামী তিন বছরের জন্য ফুটবলের যে কোন আন্তর্জাতিক আসরে খেলার যোগ্যতা হারাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
সময়ের সাথে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান তাল মিলিয়ে ছুটছে পেছনের দিকে। ফুটবল বিশ্বকাপের মত বড় আসরে নিজের দেশকে দেখার স্বপ্ন হয়তো এ জীবদ্দশায় সত্যি হবে না। কিন্তু ক্রমান্বয়িক অধঃপতন দেখার ধৈর্য্যও হারিয়ে ফেলেছে দেশবাসী। বছর বছর ধরে সে সাক্ষ্য দিয়ে আসছে স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি আর অবিক্রিত খেলার টিকেট।
নিউজনেক্সটবিডিডটকম/এসকে/টিএস