কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ২, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর প্রদেশের কানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অমিত মালভিয়া নামে এক রেলওয়ে কর্মকর্তা জানান আজমীর-শিয়ালদহ এক্সপ্রেস নামে ওই ট্রেনটি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানান, ঘটনাস্থলে একটি মেডিকেল রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। আহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।
চলতি বছরের নভেম্বরে ইন্দ্রো-পাটনা এক্সপ্রেসের একটি ট্রেন দুর্ঘটনার সম্মুখিন হয়। এতে ১২৭ জন নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন দুই শতাধিক।
গ্রন্থনা: রাকিব