
ঢাকা; ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে দেশটির অন্যান্য প্রদেশ এবং এ দেশের ‘কার্যকর কানেকটিভিটি জোরদারে আন্তরিকভাবে কাজ করছে’ বাংলাদেশ সরকার। শনিবার সে দেশের ব্যবসায়ীদের এমনটাই জানিয়েছেন সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত এক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
বাংলাদেশ সরকারের তথ্যবিবরণীতে এই সংবাদ নিশ্চিত করে জানানো হয়েছে, দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া আয়োজিত ‘ইনভেস্ট ত্রিপুরা’ শীর্ষক ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার।
ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং, ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তীসহ ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এতে অংশ নেন।
বক্তৃতাকালে শিল্পমন্ত্রী আমু বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত দুর্বলতা অপসারণের ওপর গুরুত্বারোপ করেছেন ।
তিনি বলেন, ‘এ লক্ষ্যে স্থল বন্দরগুলোতে আধুনিক লজিস্টিক ও গুদাম সুবিধা গড়ে তোলা দরকার। একইসঙ্গে ম্যানুয়াল কাস্টমস্ কার্যক্রমের পরিবর্তে স্বয়ংক্রিয় ক্লিয়ারেন্স পদ্ধতি চালু করতে হবে।’
স্থলবন্দরসংলগ্ন স্থানে মান সম্পর্কিত পরীক্ষাগার স্থাপনের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘নিরাপত্তার অজুহাতে পণ্য পরীক্ষণের নামে অযথা সময় ক্ষেপণের প্রবণতা পরিহার করুন।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ভারতের আধুনিক প্রযুক্তিভিত্তিক মাঝারি ও ভারী শিল্পের অংশীদার হতে ইচ্ছুক।’ এছাড়া মন্ত্রী বাণিজ্য ঘাটতি কমাতে আন্তঃসীমানা ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি ট্যারিফ প্রতিবন্ধকতা কাটানোর ওপর জোর দেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই