
কান: দক্ষিণ ফ্রান্সের জনপ্রিয় রিসোর্ট শহর কান এর সমুদ্র সৈকতে পুরো শরীর আবৃত করা সাঁতারের পোশাক বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে। ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র।
কানের মেয়র ডেভিড লিসনার্ড নিস শহরের ট্রাক হামলা এবং যাজক হত্যার ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানান, বুরকিনি মানবিক মূল্যবোধ এবং ধর্মনিরপেক্ষতার প্রতি সম্মান প্রদর্শন করে না।
মেয়র বুরকিনিকে ইসলামি চরমপন্থার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন।
বার্ষিক কান চলচ্চিত্র উৎসবের জন্য কানের খ্যাতি রয়েছে। শহরটি নিস থেকে বেশি দূরে নয়। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক। ৩১ আগস্ট পর্যন্ত এটি বলবত থাকবে। কেউ এই নিষেধ অমান্য করলে তাকে ৪২ ডলার জরিমানা দিতে হবে। অবশ্য এখনো পর্যন্ত কাউকে জরিমানা দিতে হয়নি।
মুসলিম নারীরা সাঁতারের পোশাক হিসেবে বুরকিনি ব্যবহার করেন। ইসলামি পোশাকের উপর ফ্রান্সে এবারই প্রথম নিষেধাজ্ঞার খড়গ নেমে আসেনি বরং এর আগেও ২০১১ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে বোরকার উপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি।
এদিকে মানবাধিকার কর্মীরা বুরকিনি নিষিদ্ধের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সূত্র: সিএনএন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে