
ইসলামাবাদ: পাকিস্তানের নিহত সোশাল মিডিয়া তারকা কান্দিল বালুচের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ স্বয়ং এই কাজ করেছে।
২৬ বছর বয়সি কান্দিল বালুচ ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিভিন্ন উত্তেজক ভিডিও এবং ছবি পোস্ট করেছিলেন। পাকিস্তানের মত রক্ষণশীল দেশে এধরনের ঘটনা বিরলই বলা যেতে পারে। ফলে তিনি বিতর্কিত সোশাল মিডিয়া তারকা হিসেবে খ্যাতি পান।
কিন্তু পারিবারিক সম্মান রক্ষার নামে কান্দিলের ভাই মোহাম্মদ ওয়াসিম গত সপ্তাহে তাকে হত্যা করে। এই ঘটনার কিছুদিন পরেই তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। বর্তমানে অনলাইনে সার্চ করে কান্দিলের এই অ্যাকাউন্টগুলি আর পাওয়া যাচ্ছে না।
ফেসবুকের নীতি অনুযায়ী, মৃত ব্যক্তির অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে মেমোরিয়ালাইজড হয়ে যায়। স্বজন এবং বন্ধুরা তার টাইমলাইনে বিভিন্ন স্মৃতি শেয়ার করতে পারেন। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, যুক্তিযুক্ত অনুরোধ পেলে তারা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট অপসারণ করে দেয়।
এদিকে পাকিস্তানি দৈনিক ডন এর প্রতিবেদনে বলা হয়, হয়তো পাকিস্তান সরকারের অনুরোধে কান্দিল বালুচের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেয়া হয়েছে। এর আগেও রাষ্ট্রীয় অনুরোধে বিভিন্ন কন্টেন্ট ডিলিট কিংবা ব্লক করার নজির রয়েছে ফেসবুক কর্তৃপক্ষের।
২০১৪ সালে সোশাল মিডিয়ায় উত্তেজক ভিডিও পোস্ট করে কান্দিল বালুচ প্রথমবারের মত মিডিয়ার নজর কাড়েন। এদিকে তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হলেও টুইটার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট করা হয়নি।
সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/টিএস