কাফরুলে ২৪৮ টি পেট্রোল বোমাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর কাফরুলে অভিযান চালিয়ে পেট্রোল বোমাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে নাশকতার চেষ্টাকালে রাজু দেওয়ান (২১) নামে ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।’
ডিসি মাসুদ জানান, গ্রেফতার রাজুর কাছ থেকে ২৪৮ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কাফরুল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: শিপন আলী