
কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার নেপালি নিরাপত্তা রক্ষীদের বহনকারী একটি মিনিবাসে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী বার্তা সংস্থা এপিকে বলেন, বিদেশি একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীদের বহন করা একটি মিনিবাস লক্ষ্য করেই এই হামলার ঘটনা ঘটে। এখন হতাহতদের জাতীয়তা নির্ধারণে আমরা কাজ করে যাচ্ছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের মুখপাত্র এই হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের আগ্রাসি শক্তির বিরুদ্ধে এই হামলা করা হয়েছে বলে দাবি জঙ্গি গোষ্ঠীটির।
দুই সপ্তাহ আগে পবিত্র রমযান মাস শুরুর পর এই প্রথম রাজধানী কাবুলে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এর আগে ১৯ এপ্রিল কাবুলে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত এবং ৩৪০ জনের বেশি আহত হয়েছিলেন।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট তালেবানদের ক্ষমতা থেকে উৎখাত করে। এরপর থেকে পশ্চিমা সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জঙ্গি গোষ্ঠীটি। সূত্র: এনডিটিভি, বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ