
নিউজনেক্সট আন্তর্জাতিক ডেস্ক,
সবাই বলতেন মুরসাল নবীজাদা ‘আফগানিস্তানের নির্ভীক চ্যাম্পিয়ন’। ৩২ বছর বয়সী মুরসাল নবীজাদা আফগানিস্তানের সাবেক এক নারী এমপি। রাজধানী কাবুলে বাড়িতে ঢুকে সাবেক এই এমপি এবং তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
তালেবান ২০২১ সালের অগাস্টে আফগানিস্তানে রক্ষমতায় ফেরার পর হাতে গোণা যে কজন নারী এমপি বিদেশে পাড়ি না জমিয়ে দেশে থেকে গিয়েছিলেন মুরসাল নবীজাদা তাদের একজন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নবীজাদা এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।
নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারী গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।
পূর্বাঞ্চলীয় নানগারার প্রদেশের মেয়ে মুরসাল নবীজাদা ২০১৮ সালে কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তালেবান ক্ষমতা দখলের আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন।