
কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি কন্ট্রাক্টররা থাকেন- এমন একটি কম্পাউন্ডে হামলা করেছে তালেবান। এতে একজন পুলিশসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। প্রথমে একটি বিস্ফোরণ ঘটিয়ে তালেবান হামলা শুরু করে। স্থানীয় সময় রোববার রাত ১টায় হামলাটি করা হয়।
কম্পাউন্ডটিতে বিস্ফোরণের ব্যাপক আওয়াজ গোটা শহরে শোনা গেছে। বিস্ফোরণের পর ওই এলাকা সিলগালা করে দিয়েছে পুলিশ। বিভিন্ন সূত্র বলছে কম্পাউন্ডটির উত্তর গেটে একটি লরি বোমা বিস্ফোরণের মাধ্যমে ওই হামলাটি করা হয়।
তালেবান বলছে, তাদের কয়েকজন যোদ্ধা কম্পাউন্ডের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছেন। পুলিশ হামলাকারীদের সাথে বন্দুকযুদ্ধ করছে। এতে এক পুলিশ ও এক হামলাকারী নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরো একজন পুলিশ।
তিন বছর আগেও একবার ওই কম্পাউন্ডটির উত্তর গেটে হামলার ঘটনা ঘটে। তখন থেকে সেখানে কড়া পাহারা দেয়া হচ্ছে। হামলার পরপর কাবুলের বিভিন্ন অংশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। একজন বাসিন্দা বলছেন, ঘুমাতে যাওয়ার আগে বিশাল বিস্ফোরণ হয়ে বিদ্যুৎ চলে যায়।
গত সপ্তাহে কাবুলে আইএস’র সাথে সংশ্লিষ্টদের দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জন। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই