কাবুলে সংসদ সদস্যের গাড়িতে হামলা, দেহরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে ফাকুরি বেহিশতি নামে এক সংসদ সদস্যের গাড়িকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে তার এক দেহরক্ষী নিহত হয়েছেন।
বুধবার কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত আল-জাহারা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রাথমিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠী।
এর আগে গত সপ্তাহে অপর একজন সংসদ সদস্যের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছিলো। এতে সাত জন নিহত হয়েছিলেন।
গ্রন্থনা: রাকিব