কাবুল বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। জানা গেছে, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে এ হামলা চালানো হয়েছে।
বিমানবন্দরের পাশের এলাকার একটি বাড়ি থেকে ব্যাপক ধোয়া উড়ছে। তার আশপাশে মানুষদের ছোটাছুটি করতেও দেখা গেছে। সরাসরি এ রকেট হামলা বিমানবন্দরে আঘাত করেনি।
এর আগে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরও হামলার জোরালো আশঙ্কা কথা জানয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়।
এর আগে কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের এক হামলায় ১৭০ জন নিহত হন।