কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ছেলেমেয়েসহ মায়ের

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় ছেলেমেয়েসহ মা নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুরিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-মা হেনা বেগম (৪০), ছেলে শামীম (১০) ও মেয়ে তানিয়া (১৩)। তাদের বাড়ি উপজেলার ভিটাকান্দি এলাকায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুর কাদের নিউজনেক্সটবিডি ডটকম’কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পারাপারের সময় মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।’
‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার’ বলেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ