
কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নিহত ছাত্রী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে ডাক্তার কামদা প্রসাদের বক্তব্য মিথ্যা বলে দাবি করেছেন।
রোববার বিকেলে কুমিল্লা সেনানিবাসের বাইরে সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এই দাবি করেন।
তিনি বলেন, ‘রিপোর্ট দিতে যে দেরী হয়েছে তাতে আমি সন্তুষ্ট নই। এ রিপোর্ট মিথ্যা। রিপোর্ট যদি মিথ্যা নাই হয় তাহলে তদন্তকারীরা কিভাবে বলল যে, মেয়ের রিলেশন ছিলো। আমি তনু হত্যার সঠিক বিচার চাই।’
তিনি আরো বলেন, ‘সেনা কর্তৃপক্ষ যদি আমাদের সেনানিবাস থেকে বের করে দিতে চায়, তাহলে আমরা চলে যাব। আমার মেয়েকে ফিরিয়ে দেয়া হোক, তাহলে চাকরি ছেড়ে আমরা চলে যাব।’
এসময় তনুর ভাই আনোয়ার হোসেন রুবেলও উপস্থিত ছিলেন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে কলেজ ছাত্রী তনুর মরদেহ পাওয়া যায়। পরদিন ২১ মার্চ লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয়া হয়। পরে ৩০ মার্চ আদালতের আদেশে তনুর লাশ কবর থেকে তোলা হয়। ওইদিনই কুমিল্লা মেডিকেল কলেজের গঠিত বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত করে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এফকে/জাই