
সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলায় হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ জাতীয়করণ করার দাবীতে শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি পালন করেছে।
সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে টায়ারে অগ্নি সংযোগ ও ছাত্র-ছাত্রীদের ক্লাস বর্জনের মধ্য দিয়ে বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি পালন করা হয়। এসময় কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে সাধারন ছাত্র পরিষদের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক এস.এম সাকোয়াত হোসেন, কামারখন্দ ছাত্র ইউনিয়নের সভাপতি সজিব, ছাত্র ইউনিয়নের এজাজ বিন কায়েস, এনামুল হক, আব্দুল আল নোমান, সাজিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, বর্তমান অধ্যক্ষের অদক্ষতায় এবং নানা দুর্নীতি অনিয়মের কারণে এরকম হয়েছে। অধ্যক্ষের পদত্যাগও দাবী করেন শিক্ষার্থীরা।
এদিকে হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষক জানান, ২০১৫ সালে কলেজটি জাতীয়করণের জন্য পরিদর্শন কাজ শেষ হয়েছিল। অথচ ২য় দফায়ও এই কলেজের নাম তালিকাভুক্ত হয়নি।
২৩ আগস্ট সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মতবিনিময় সভার মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান শিক্ষক শিক্ষার্থীরা।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ফারহানা করিম