
ঢাকা: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কলামনিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানীর ৮২তম জন্মদিন রোববার।
কামাল লোহানী নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। বাবা আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী ও মা রোকেয়া খান লোহানী। ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খান সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন কামাল লোহানী।
কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ, দৈনিক বার্তাসহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আইয়ুববিরোধী আন্দোলনে ১৯৬২ সালে স্বল্প কারাবাসের পর কামাল লোহানী ‘ছায়ানট’ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কামাল লোহানী দু’দফায় সাংবাদিক ইউনিয়নে যুগ্ম সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন। এ ছাড়া শিল্পকলা একাডেমি ও গণশিল্পী সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই