
গাজীপুর: কারাগার বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন ‘তাই কারাগারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে সরকার।’
বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগারে ৪৮তম কারারক্ষী ও নারী কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের রিক্রুটদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও সমাপনী কুচকাওয়াচ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
আসাদুজ্জামান খান জানান, এই অর্থবছরে ৭৪ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বন্দিদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন নতুন কারাগার নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনসহ কারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী কুচকাওয়াচ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন। মন্ত্রী কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৫ জন রিক্রুটকে ক্রেস্ট দেন। ২৪ সপ্তাহের এ প্রশিক্ষণে ১৭৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ/এসজি