
ঢাকা: প্রায় দুই বছর কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গণমাধ্যমকে জানান, রোববার রাত সাতটা ৫০ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন মাহমুদুর রহমান মান্না।
উল্লেখ্য, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের দুটি অডিও টেপ ফাঁস হয়।
চলমান পরিস্থিতি নিয়ে ওই টেপে দুই নেতাকে বিশদ কথা বলতে শোনা যায়। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে।
এমন পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্নাকে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে আটক করা হয়েছে বলে তার পরিবার দাবি করে। তবে পুলিশ বলছে, তাকে আটক বা গ্রেফতার করা হয়নি।
এরপর ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে মান্নাকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ