
ঢাকা: কেরানিগঞ্জ কেন্দ্রীয় কাররাগার থেকে বৃহস্পতিবার রাত ৮ টা ২৫ মিনিটি মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিএনপির এ নেতার মুক্তির খবর নিশ্চিত করেছেন ছাত্রদলের সহ সভাপতি আবু আতিক আল হাসান মিন্টু।
তবে এর আগে গত ৬ মার্চ কেরানিগঞ্জের কারাগার থেকে মুক্তি পেলে ফের কারা ফটক থেকে তাকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে আসে পুলিশ। পরে তাকে আবার কারাগারে প্রেরণ করে।
সেবার কেরানিগঞ্জ কারাগার থেকে হাবিব-উন-নবী খান সোহেল ছাড়া পাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হয় তবে সে আবারো গ্রেফতার হতে পারে জেলগেট থেকে, তারও প্রক্রিয়া আগে থেকেই সম্পন্ন করা ছিল।
তবে আজ দুপুরের পর থেকে নেতাকর্মীরা কেরানীগঞ্জ কারাগারের আশপাশের এলাকায় অবস্থান করতে থাকে। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আর ফের গ্রেফতার হওয়ার সম্ভবনা নেই।
উল্লেখ্য, বিএনপির এই নেতার নামে ৪০টি মামলা রয়েছে। এই ৪০ মামলার মধ্যে পল্টন থানার ২২টি, মতিঝিল থানার তিনটি, দারুস সালাম থানার দুটি, যাত্রাবাড়ী থানার তিনটি, ওয়ারী থানার দুটি, মুগদা থানার তিনটি, খিলগাঁও থানার দুটি এবং রমনা, শাহবাগ ও মোহম্মদপুর থানার একটি করে মামলা রয়েছে।
বিএনপির এই নেতা ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: জাহিদ