কারিগরি বোর্ডে পাস ৮৪.৫৭

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮৪ দশমিক ৫৭ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৫শ ৮৭ জন।
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৮৪.৫৭ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন। দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ফল তুলে ধরবেন তিনি।
সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয় ২ হাজার ৪৫২টি কেন্দ্রে। বিদেশে সাতটি কেন্দ্রে অংশ নেয় ২৬২ জন পরীক্ষার্থী। এপ্রিল মাসে শুরু হয়ে জুন মাসে শেষ হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।
প্রতিবেদন: মাহতাব শফি, সম্পাদান: সাইফুল ইসলাম