
ঢাকা: কারিগরি শিক্ষা যুগোপযোগী বলে সরকার এ শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘সম্প্রতি কারিগরি শিক্ষায় ছাত্র ব্যাপক বৃদ্ধি পেলেও ছাত্রী সংখ্যা সে হারে বৃদ্ধি পায়নি। কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি পেলে নারীর আত্মনির্ভরশীলতা বাড়বে।’
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম পর্বে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘গত সাড়ে সাত বছরে কারিগরি শিক্ষায় ভর্তির হার শতকরা ১ ভাগ থেকে ১৪ ভাগে উন্নীত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২০ সাল নাগাদ ২০ ভাগ এবং ২০৩০ সাল নাগাদ ৩০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষার আওতায় চলে আসবে।’
তিনি জানান, কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে পূর্বে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করা হতো যা পরে ২০ শতাংশে বৃদ্ধি করা হয়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ফলে বর্তমানে এসব প্রতিষ্ঠানে ছাত্রীর সংখ্যা নির্ধারিত ২০ ভাগ কোটা অতিক্রম করেছে।
নাহিদ বলেন, ‘সরকার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরে ইতোমধ্যে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তুলেছে। এ ধরণের আরো ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।’
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: মোজাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, স্কিলস এন্ড ট্রেনিং এ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) এর প্রকল্প পরিচালক মো. ইমরান।
প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সম্পাদনা: সজিব ঘোষ