কারিনা মা হচ্ছেন কিনা জানেন না বাবা

ডেস্ক: বলিউডের বেশ কয়েকজন অভিনয় শিল্পীদের ঘরে নতুন অতিথির আগমন ঘটতে যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন শাহিদ কাপুর-মীরা এবং গীতা বাসরা-হরভাজন সিং দম্পতি।
আর ইতিমধ্যে জেনিলিয়ার কোল জুড়ে এসেছে দ্বিতীয় ছেলে। তবে একটি গুঞ্জন বলিপাড়ায় ভেসে বেড়াচ্ছে যে, কারিনা কাপুর মা হচ্ছেন।
কয়েকদিন আগেই শোনা গেছে, ‘যাব ইউ মেট’ অভিনেত্রী কারিনা নাকি সাড়ে তিন মাসের গর্ববতী। যদিও কারিনা বা তার পরিবারের কেউই এই বিষয়ে কিছুই জানাননি।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা ডটকমের এক প্রশ্নের জবাবে কারিনার বাবা রণধীর কাপুর বলেন, ‘কারিনা বা তার শ্বশুর বাড়ি থেকে এখনো আমাকে এ বিষয়ে কিছু বলা হয়নি। সুতরাং কারিনার পরিবারে নতুন মেহমান আসবে কিনা তা বলতে পারছি না। কিন্তু বিষয়টি সত্য হোক এমন প্রত্যাশাই করি। কারিনার মা হওয়ার এটিই সঠিক সময়।’
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই