
ডেস্কঃ পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদের সিদ্ধান্ত হয়েছিল দু’বছর আগে। কিন্তু তা বাস্তবে রূপ নিলো গত সোমবার, মুম্বাই ফ্যামিলি কোর্ট কর্তৃক আবেদন মঞ্জুরের মাধ্যমে। কারিশমার বিরুদ্ধে এসেছে স্ত্রী, মা ও পুত্রবধূ হিসেবে দায়িত্বহীনতার অভিযোগ আর সঞ্জয় ও তার মায়ের বিরুদ্ধে পাওয়া যায় নির্যাতনের অভিযোগ।
‘সঞ্জয় ও কারিশমা কাপুরের বিয়ে হয়েছিলো ২০০৩ সালে’
শুধুমাত্র টাকার জন্য কারিশমা সঞ্জয়কে বিয়ে করেছেন- এমন অভিযোগের বিপরীতে কারিশমার বাবা রণধীর কাপুর বলেন, সঞ্জয় তৃতীয় শ্রেণীর মানুষ; বাবা হিসেবে তিনি কখনোই চাননি এ বিয়ে হোক। সামাইরা ও কিয়ান, দুই সন্তানের পিতা মাতা সঞ্জয় ও কারিশমা কাপুরের বিয়ে হয়েছিলো ২০০৩ সালে।
তবে কারিশমার আইনজীবী জানান, আর্থিক প্রতিশ্রুতি ও সন্তানদের দায়িত্ব নিয়ে সমঝোতাসহ উভয় পক্ষের আপসেই মীমাংসা হয়েছে। বাবার দেয়া ১৪ কোটি রূপির বন্ড নিয়ে সন্তানেরা মায়ের দায়িত্বে থাকলেও ছুটি চলাকালীন দুই সপ্তাহ তারা বাবার কাছে থাকতে পারবে। কারিশমাকে দেয়া হয়েছে মুম্বাইয়ের একটি বাড়ি, যার মালিকানা ছিল সঞ্জয়ের পিতার।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস