
ডেস্ক: কারিনার সন্তানসহ ভাইরাল হওয়া ছবিটি আসলে তার বড় বোন কারিশমা কাপূর ও তার স্বামী সঞ্জয় কাপূরের। ছবিতে সাইফের কোলে রয়েছে একটি শিশু, জড়িয়ে আছে কারিনা। অনলাইন জগতে গত কয়েক দিন আগেই শোনা গিয়েছিল কারিনা কাপূর খান নাকি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তারই সঙ্গে ঘুরছে এই ছবিটিও।
ছেলে সন্তান জন্ম নেয়ার পর কারিশমা দম্পতি ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তবে তাদের মুখ ফটোশপে পরিবর্তন করে কারিনা ও সাইফকে যোগ করা হয় ভাইরাল হওয়া নতুন ছবিটিতে। মুম্বাইয়ের ব্রেচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছবিটি তোলেন কারিশমা কাপূর।
এ সব খবরের জবাবে সাইফ আলি প্রকাশ্যে অস্বীকার করেন। তিনি বলেন, একে একে সব গুজবের উত্তর দিচ্ছি। আমি সকলকে জানাতে চাই আমাদের এখনও সন্তান হয়নি। এমনকী সে ছেলে না মেয়ে তাও আমরা জানি না। কোনও ভাবেই লন্ডনে আমাদের সন্তান হবে না। আর হ্যাঁ, ছেলে বা মেয়ে যাই হোক আমরা তাকে ‘সইফিনা’ বলে ডাকব না।
এই সব গুজবের জেরে নিজের ‘বেবি শাওয়ার’ পর্যন্ত বাতিল করে দিয়েছিলেন করিনা। কাপূর এবং খান পরিবারের সকলেই খুব বিরক্ত এই গুজবে। আগামী ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন কারিনা। সূত্র : বলিউড চেক।
সম্পাদনা: জাবেদ চৌধুরী