
ঢাকা: কালো কোট ছেড়ে সত্য ও পরিছন্ন ইতিহাসের দিকে নজর দিতে আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারকারী রাজনৈতিক দল। বাকশালের রাজনীতি থেকে আওয়ামী লীগকে পুনজন্ম দিয়েছে বিএনপি। কাজেই জিয়াউর রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মান দেখানো উচিত।’
শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা বলেও মন্তব্য করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘জঙ্গিবাদ আওয়ামী লীগের হাতেই সৃষ্টি। তারা এদের লালন পালন করেন আর বিএনপি তাদের ধরে সাজা কার্যকর করে।’
বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও হজ প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের ভাষ্য মতে, ১৫টি হজ ফ্লাইট ইতোমধ্যে বাতিল হয়ে যাওয়ায় ৭ হাজার হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।’
এছাড়া হুট করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগণ মানবে না, বিএনপিও মেনে নেবে না বলেও জানান আলাল। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের বদলে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে বেশি সময় ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ দফতর সম্পাদক মুনির হোসেন।
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন