
ঢাকা: যারা দেশকে বিশ্বাস করে না তাদের পক্ষে দাঁড়াবেন না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘জঙ্গিদের পক্ষে কালো কোর্ট পরে দাঁড়াবেন না। তাহলে জনগণ ধিক্কার দেবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিমকোর্টি আইনজীবী সমিতি ভবণের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়ষ সংশোধনী বাতিলের রায় সম্পর্কে আইন মন্ত্রী বলেন, ‘আমি সাব-জুডিস মেটারে কথা বলি না। আমরা আপিল বিভাগে লিভ টু আপিলের জন্য একটি আবেদন করেছি। তবে একটা বিষয় নিশ্চয়তা দিতে পারি অবশ্যই আমরা ৭২ এর সংবিধানে ফিরে যাব।’
ঐক্য প্রসঙ্গে আইন মন্ত্রী বলেন, ‘আসুন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর ঐক্য গড়ে তুলি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে পৃথক হব না। সেজন্য আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করি।’
অন্যথায় দেশবিরোধীরা সবকিছু ব্যর্থ করে দেবে বলেও উল্লেখ করেন আইন মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ না থাকলে আমাদের কারো অস্তিত্ব থাকবে না। আমরা কেউ বাঁচবো না আমাদের সবাইকে টুকিয়ে টুকিয়ে মারবে। এখন আর বাংলাদেশকে ব্যর্থ করে দিতে তারা সাত বছর সময় নেবে না। বাংলাদেশ ব্যর্থ করে দেবে সাত দিনেই।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম ও বিচারপতি মুনসুরুল হক চৌধুরী।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসজি