
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার পর বাতিল করা হয়েছে সফররত বাংলাদেশের সাথে তাদের তৃতীয় টেস্ট ম্যাচটি। বিসিবি জানিয়েছে, আগামীকাল ভোরেই সেখান থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা।
শুক্রবার জুমার নামাযের সময় ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম-মিরাজরা। প্রবেশের মুহূর্তে স্থানীয় এক পথচারী তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন খেলোয়াড়েরা। পরে টিম বাসে করে হ্যাগলি ওভাল স্টেডিয়ামে অবস্থান নেন। বর্তমানে তারা হোটেলে অবস্থান করছেন।
এদিকে, এখন পর্যন্ত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৯ জন। নিউজিল্যান্ড হেরাল্ড খবর দিয়েছে, নিহতদের মধ্যে ৪১ জন হ্যাগলে পার্কের কাছের আল-নূর মসজিদ এবং লিনউডের মসজিদে ৭ জন মারা গেছেন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: শামীম ইশতিয়াক