
গাজীপুর: কাশিমপুর কারাগারে কয়েদীদের মধ্যে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠনো হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে কারাগারের মাঠে ৪/৫ জন বন্দি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত রুবেল এবং ভুট্টো নামে দু’জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেল সুপার প্রশান্ত কুমার বনিক আরো জানান, জহির নামে এক আসামি ২/৩ দিন পূর্বে ঐ কারাগারে আসে। তার সাথে আহতদের পূর্ব শত্রুতা ছিলো বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, আহত রুবেল ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ভুট্টো ও জহির বিচারাধীন মামলার আসামি।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই