
ফনিক্স: কিংবদন্তি বক্সার ও সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী আর নেই। ৭৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের সেরা বক্সার ও পৃথিবীর সবচেয়ে বেশি পরিচিত এই ক্রিড়াবিদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩ জুন, শুক্রবার (বাংলাদেশ সময় ৪ জুন, শনিবার) মৃত্যুবরণ করেন মোহাম্মদ আলী।
পারিবারিক মুখপাত্র জানিয়েছেন, শ্বাসযন্ত্রের জটিলতা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ আলী। এছাড়া পার্কিনসন্স রোগে আক্রান্ত ছিলেন তিনি। শ্বাসকষ্টের কারণে পার্কিনসন্স রোগ আরো মারাত্মক আকার ধারণ করে।
এতে হাসপাতালে মারা যান আলী। এর আগে বৃহস্পতিবার ডাক্তাররা আশা করেছিলেন খুব শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বিশ্বজুড়ে সর্বাধিক শ্রদ্ধাপ্রাপ্ত ক্রিড়াবিদ মোহাম্মদ আলী।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আলীর নিজ শহর কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভাইল-এ তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।
১৭ জানুয়ারি ১৯৪২ সালে জন্ম লাভ করেন মোহাম্মদ আলী। ১৯৬০ সালে রোম অলিম্পিকে হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন ক্যাসিয়াস মার্সেলাস ক্লে। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মোহাম্মদ আলী ক্লে। ধীরে ধীরে সারা বিশ্বের কাছে মোহাম্মদ আলী হিসেবে পরিচিত হয়ে উঠেন তিনি। সূত্র: এবিসি, বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই