
ডেস্ক: কিংবদন্তী গায়ক, গীতিকার ও কবি লিওনার্ডো কোহেন আর নেই। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই কানাডিয়ান নিজের সময়ের সবচেয়ে কল্পনাপ্রবণ, সৃজনশীল শিল্পী হিসেবে খ্যাত। বৃহস্পতিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কোহেনের মুখপাত্র।
কোহেনের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে কিংবদন্তী কবি, গীতিকার এবং শিল্পী লিওনার্ড কোহেন মারা গেছেন। সঙ্গীত জগতের অন্যতম প্রধান শ্রদ্ধেয় এবং উর্বর স্বপ্নদ্রষ্টাকে আমরা হারিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, কোহেনের স্মরণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সভা অনুষ্ঠিত হবে। পরে এ সভার তারিখ জানিয়ে দেয়া হবে।
কানাডার মন্ট্রিলে বেড়ে উঠেছেন কোহেন। কিন্তু তার পরবর্তী জীবন কেটেছে ক্যালিফোর্নিয়ায়। কবি হিসেবে শুরু হয়েছিলো সাহিত্য জগতে তার পথচলা। পরে অনেকটা অনিচ্ছা-উদাসীনভাবেই আগমন গানের ভুবনে আর রাজসিক প্রভাবের বিস্তার। ভাববাদী ‘হাল্লেলুজাহ’র মতো সেই যুগের প্রতিনিধিত্বশীল, তুমুল জনপ্রিয় গানগুলো এসেছে তার জাদুকরী লেখনিতে।
কোহেন কানাডার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব কানাডা’-এ ভূষিত হয়েছিলেন। ২০০৮ সালে তাকে ‘রক অব ফেইম’ অভিধায় অভিষিক্ত করা হয়। এছাড়া ২০১১ সালে তিনি সাহিত্যে ‘পিন্স অব আস্তুরিয়াস’ পুরস্কার লাভ করেন। গত মাসেই তার ১৪তম এবং সর্বশেষ অ্যালবাম ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’মুক্তি পায়। যেখানে প্রতিফলিত হয়েছে তার মৃত্যুর চিন্তা।
সম্পাদনা: জাবেদ