
ঢাকা: মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। কিছু বিপথগামী মানুষ হত্যা করে ইসলামকে হেয় করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ১১ টায় আশকোনার হজ ক্যাম্পে ২০১৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। জঙ্গিবাদ ও ইসলাম ধর্মকে যারা হেয় করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি আরো বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, এখানে জঙ্গিবাদের কোন স্থান হবে না। সরকার সুষ্ঠূভাবে হজ পালনের সকল ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। সৌদি আরবে যাওয়ার পরও যাতে তাদের কোনো কষ্ট বা সমস্যা না হয় এ বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় এর জন্য প্রশংসা করেছে। আমরা এই সুনাম অব্যাহত রাখতে চাই।
হজের নাম করে যাতে কেউ অবৈধভাবে সৌদি যেতে না পারে সরকার সে বিষয়েও সতর্ক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন, দুঃখ লাগে, যখন দেখি কিছু বিপথগামী ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষ হত্যা করে। যারা নিরীহ মানুষকে হত্যা করছে, তারা ইসলামের শত্রু।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই