
ওয়াশিংটন: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক মাইক পম্পেও উত্তর কোরিয়ায় এক গোপন সফর করে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাত করেছেন বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট টুইটারে জানান, গত সপ্তাহে মাইক পম্পেও উত্তর কোরিয়ায় গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে দেখা করেন। উভয়ের মধ্যে বেশ ভালোভাবেই সাক্ষাতের ঘটনাটি শেষ হয়েছে এবং ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছে। শীর্ষ সম্মেলনের ব্যাপারে এখন খুঁটিনাটি কাজ চলছে।
তিনি আরো উল্লেখ করেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি কেবল বিশ্ব সম্প্রদায়ের জন্যই নয় বরং উত্তর কোরিয়ার জন্যও অসাধারণ হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, পম্পেও এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে উত্তর কোরিয়া সফর করেন। এরপর বুধবার ট্রাম্প টুইটারের মাধ্যমে ওই সফরের খবরটি নিশ্চিত করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম